দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সোনা জিতলেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। শনিবার জাপানের ওয়াকো সিটিতে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। শুধু সোনা জেতাই নয়, সেই সঙ্গে ১৬ বছরের বাঙালি শ্যুটার ২০১৮ সালের যুব অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতাও অর্জন করলেন।
অলিম্পিক শ্যুটার জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলির স্কোর ২৫০.৫। ০.১ পয়েন্টের ব্যবধানে মেহুলি হারান চিনা প্রতিদ্বন্দ্বী গাও মিংওয়েইকে। অন্যদিকে মহিলাদের জুনিয়র বিভাগে সমীক্ষা ধিংড়া সোনা জেতেন। ভারতীয়রা এই প্রতিযোগিতা থেকে ৩টি সোনা সহ মোট ৬টি পদক দখল করেছেন।