মুম্বইয়ের রাস্তায় যখন কাসভরা দাপিয়ে বেড়াচ্ছে। নির্বিচারে খুন করছে সাধারণ মানুষকে। তখনই ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্ত সহ ৩ উচ্চপদস্থ আধিকারিক ছুটি কাটাচ্ছিলেন খোদ পাকিস্তানের পাহাড়ি শহর মুরিতে? এমন এক পর্দাফাঁসে প্রবল অস্বস্তিতে এই প্রাক্তন আমলারা। বিষয়টি সামনে এনেছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্বে থাকা আরভিএস মণি। মণির দাবি, সেসময়ে পাক-ভারত স্বরাষ্ট্রসচিব স্তরে বৈঠক চলছিল। ইসলামাবাদে বৈঠক ছিল ২৫ নভেম্বর ২০০৮-এ। ২৪ নভেম্বর প্রতিনিধিদল ভারত ছাড়ে। এদিকে তিনি তখন একটি মামলার ব্যাপারে লখনউতে। ২৫ নভেম্বর দিল্লি ফিরে তিনি জানতে পারেন বৈঠক হওয়ার পর আরও একদিন সফর বর্ধিত করা হয়েছে। অর্থাৎ ২৬ নভেম্বর পর্যন্ত। আর সকলেরই জানা ২৬ তারিখ রাতে মুম্বই শহরে কী ঘটেছিল। মুম্বইতে যখন রক্তগঙ্গা বইছে তখন পাকিস্তানের মুরিতে ছুটিতে ব্যস্ত ছিলেন ভারতীয় প্রতিনিধিদল। এদিকে বিষয়টি সমনে আসার পর কথাটা কার্যত মেনে নিয়েছেন মধুকর গুপ্ত সহ ওই দলে থাকা যুগ্ম সচিব (আভ্যন্তরীণ নিরাপত্তা) দীপ্তিবিলাস, বর্ডার ম্যানেজমেন্টের অতিরিক্ত সচিব আনোয়ার আহমেদ সহ বেশ কয়েকজন আধিকারিক। তাঁদের দাবি, পাকিস্তানের অনুরোধেই তাঁরা ওদিন ছুটি কাটিয়েছেন। তাঁদের এই সাফাই সত্ত্বেও বিষয়টিকে ভাল চোখে নিচ্ছেন না অনেকেই।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
Related Articles
Leave a Reply