ষষ্ঠ রাউন্ড সবসময়েই গুরুত্বপূর্ণ। ৪৩ তম দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় পুরুষ দল মুখোমুখি হয়েছিল শক্তিশালী রাশিয়ার। অন্যদিকে ভারতীয় মহিলা দল মুখোমুখি হয়েছিল আমেরিকার। এই প্রতিযোগিতায় পঞ্চম বাছাই ভারতের প্রথম বোর্ড সামলাচ্ছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। যা গোটা ভারতীয় দলের জন্য একটা বড় অনুপ্রেরণা, ভরসা। অন্য বোর্ডগুলিতে রয়েছেন যথাক্রমে পি হরিকৃষ্ণ, ভিদিত সন্তোষ গুজরাটি ও বি অধিবান। সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই রাশিয়ার বিরুদ্ধে ৪টি বোর্ডেই ড্র করেন ভারতীয় দাবাড়ুরা। ফলে ২-২ করে ২ দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।
অন্যদিকে ভারতীয় মহিলা দল এদিন মুখোমুখি হয়েছিল আমেরিকার। প্রথম বোর্ডে কোনেরু হাম্পি শেষে এসে বোর্ডে ২টি মন্ত্রী নিয়ে অনায়াস জয় পান আনা জাতোনস্কির বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় বোর্ডে হারেন হরিকা দ্রোনাভাল্লি। তৃতীয় বোর্ডে আবার ভারতকে পুরো ১ পয়েন্ট এনে দেন তানিয়া সচদেব। কিন্তু চতুর্থ বোর্ডে ভারতের এষা কারাভাডের হার ২-২ পয়েন্টে আমেরিকার বিরুদ্ধে ড্র এনে দেয়।