ভারতের স্বর্ণ অভিযান অব্যাহত। নবম দিনেও ৩টি সোনা ঘরে তুলল ভারত। এদিন পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সোনা জেতেন অনীশ ভানওয়ালা। মাত্র ১৫ বছরের অনীশের কৃতিত্বে গোটা দেশ গর্বিত। এত কম বয়সে স্বর্ণপদক জয়ও একটা রেকর্ড। এছাড়া এদিন পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতলেন বজরঙ্গ পুনিয়া। তৃতীয় সোনাটি এসেছে তেজস্বিনী সাওয়ান্তের হাত ধরে। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস-এ সোনা জেতেন তেজস্বিনী।
কমনওয়েলথ গেমসের নবম দিনে ৩টি সোনার পাশাপাশি ৪টি রুপোও এসেছে ভারতের ঘরে। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস-এ সোনা জেতেন তেজস্বিনী। আর রুপো জেতেন ভারতেরই অঞ্জুম মুদগিল। মহিলা টেবিল টেনিসের সিঙ্গলসে পদক জয় হাত ছাড়া হলেও এদিন মনিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে ডাবলস থেকে দেশকে পদক এনে দিয়েছেন বাংলার মৌমা দাস। ফাইনালে হারতে হলেও রুপো নিশ্চিত করেছেন তাঁরা। এদিকে কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন মৌসম ক্ষত্রী। কুস্তিতে মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন পূজা ধান্দা।
এদিন পদক তালিকায় ৪টি ব্রোঞ্জও যুক্ত করেছেন ভারতের প্রতিযোগীরা। তবে হতাশ করেছে ভারতের হকি দল। এদিন সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে সোনা বা রুপোর দৌড় থেকে ছিটকে গেছে তারা।