অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বসেছে ২১-তম কমনওয়েলথ প্রতিযোগিতার আসর। গত বুধবার থেকে নিজের শেষটুকু নিংড়ে দিয়ে ময়দানে নেমে পড়েছেন দেশ-বিদেশের প্রতিযোগীরা। সেই যুদ্ধে প্রথম সোনার মেডেল কার্যত হেলায় জিতলেন সাইখোম মীরাবাঈ চানু। ভারতের হয়ে প্রথম সোনা ঘরে এনে দেশবাসীর মাথা উঁচু করে দিলেন মণিপুরের ভারোত্তোলক চানু। নিয়ম অনুসারে ৪৮ কেজি বিভাগে ৩ বার স্ন্যাচ তোলার সুযোগ পান চানু। প্রথমবারে ৮০ কেজি, দ্বিতীয়বারে ৮৪ কেজি আর তৃতীয়বারের চেষ্টায় ৮৬ কেজি ওজন তোলেন চানু। ‘ক্লিন অ্যান্ড জার্ক’ বিভাগে তিনবারের চেষ্টায় ফের ধাপে ধাপে তুলে ফেলেন ১০৩ কেজি, ১০৭ কেজি এবং ১১০ কেজি ওজন। ২০১৭-য় বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৯৪ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন পদ্মশ্রী ভারোত্তোলক। এবারে পুরনো রেকর্ড ভেঙে ছ’টি লিফটে গড়লেন ছ’টি নয়া রেকর্ড। অনবদ্য পারফরমেন্স দিয়ে অনায়াসে সোনার শিখর ছুঁয়ে ফেললেন ২৩ বছরের মণিপুরি গার্ল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে রুপো পান মরিশাসের মেরি হ্যানিট্রা এবং ব্রোঞ্জ নিয়ে যান শ্রীলঙ্কার দিনুসা গোমস।
অভাবনীয় সাফল্যের নাগাল পেতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েন চানু। দেশের নতুন ভারোত্তোলক তারকাকে শুভেচ্ছা জানান দেশের মহিলা বক্সিং তারকা মেরি কম। চানুর স্বর্ণপদক জয়কে ‘গর্বের মুহুর্ত’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানান দেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)