২১-তম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ফের কামাল দেখাল মণিপুর। শুক্রবার দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন মণিপুরের ভারোত্তোলক খুমুকচাম সঞ্জিতা চানু। ২০১৪-য় গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে জীবনের প্রথম সোনা জেতেন তিনি। এদিন মহিলাদের ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ওজন তোলেন ২৪ বছরের সঞ্জিতা। প্রতিযোগিতায় প্রথমবারের চেষ্টায় তিনি তোলেন ৮৪ কেজি ওজন। দ্বিতীয় সুযোগে তোলেন ১০৮ কেজি। একই বিভাগে ১৮২ কেজি ওজন তুলে রুপো জিতে নেন পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা টোউয়া। ১৮১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন কানাডার রাচেল লেব্লাংক বাজিনেট। শুক্রবার ভারোত্তোলনের ৬৯ কেজি পুরুষ বিভাগে মোট ২৯৫ কেজি ওজন তুলে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়ে গর্বিত করেন হরিয়ানার ভারোত্তোলক দীপক লাথার। কমনওয়েলথে এ পর্যন্ত পদকজয়ীদের এদিন শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কমনওয়েলথ আসরে সোনা জয়ের পর অভিনন্দন বার্তায় ভেসে যান সঞ্জিতা। ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, অলিম্পিক পদকজয়ী তথা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, স্বর্ণপদক জয়ী সঞ্জিতাকে ট্যুইটারে শুভেচ্ছা জানান। আরেক চানুর সোনা জয়কে ‘গর্বের মুহুর্ত’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানান দেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)