Sports

কমনওয়েলথে জয়জয়কার ভারোত্তোলকদের, তৃতীয় সোনা এল ঘরে

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হওয়া কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক পেল ভারত। তৃতীয়টিও এল ভারোত্তোলন বিভাগেই। তবে প্রথম ২টি সোনা মহিলা বিভাগ থেকে এলেও তৃতীয়টি এলো পুরুষ বিভাগ থেকে। উদ্বোধনের দিন ২১ তম কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পান মণিপুরের ভারোত্তোলক মীরাবাঈ চানু। দ্বিতীয় দিনে ভারোত্তোলন বিভাগে দেশকে দ্বিতীয় সোনা উপহার দেন মণিপুরের সঞ্জিতা চানু। তৃতীয় দিনেও সেই সোনার মেডেল জয়ের ধারা রইল অব্যাহত। ভারতকে ৩ নম্বর সোনাটি এবার এনে দিলেন তামিলনাড়ুর ছেলে সতীশ শিবলিঙ্গম।

গত শুক্রবার ৭৭ কেজি পুরুষ বিভাগে লড়াইয়ের শুরুতে ১৩৬ কেজির স্ন্যাচ তুলে নিজের শক্তি ও সামর্থ্য দুনিয়ার সামনে মেলে ধরেন বছর ২৫-এর শিবলিঙ্গম। পরে ১৪০ ও ১৪৪ কেজির স্ন্যাচ তোলেন তিনি। ক্লিন এন্ড জার্ক বিভাগে পর্যায়ক্রমে ১৬৯ কেজি ও ১৭৩ কেজি ওজন তুলে তাক লাগিয়ে দেন সতীশ। সর্বমোট ৩১৭ কেজি ওজন তুলে অনায়াসে দখল করেন প্রথম স্থান। ৩১২ কেজি ওজন তুলে করে রৌপ্যপদক জেতেন ইংল্যান্ডের জ্যাক অলিভার। আর ৩০৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতে নেন অস্ট্রেলিয়ার ফ্রাঁসোয়া এতাউন্দি। সতীশের সাফল্যে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০১৪-য় গ্লাসগো কমনওয়েলথ গেমসেও দেশের জন্য সোনা এনে দিয়েছিলেন সতীশ।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button