Sports

কমনওয়েলথে ভারতের ঘরে চতুর্থ সোনা

লড়াই চলছে সেই সুদূর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আর সেখানে ভারোত্তোলনে একের পর এক সোনা জিতে চলেছেন ভারতের প্রতিযোগীরা। ২১ তম কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারোত্তোলনে পুরুষ বিভাগে সোনার মেডেল জিতে নিলেন ভারতের তরুণ প্রতিভা ভেঙ্কট রাহুল রাগালা। কমনওয়েলথে পরপর ৩ দিন দেশকে সোনা এনে দিয়েছেন মণিপুরের ভারোত্তোলক মীরাবাঈ চানু, সঞ্জিতা চানু এবং তামিলনাড়ুর ছেলে সতীশ শিবলিঙ্গম। এবার দেশকে চতুর্থ সোনা এনে দিলেন অন্ধ্রপ্রদেশের ছেলে রাগালা ভেঙ্কট রাহুল।

ভারোত্তোলক রাহুল শনিবার পুরুষদের ৮৫ কেজি বিভাগে লড়াইয়ের শুরুতে ১৪৭ কেজির স্ন্যাচ তোলেন। দ্বিতীয়বারের চেষ্টায় ১৫১ কেজি ওজন তুলে বিচারকদের তাক লাগিয়ে দেন তিনি। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে পর্যায়ক্রমে ১৮২ কেজি ও ১৮৭ কেজি ওজন তুলে ফেলেন রাহুল। তাঁর ঘাড়ের কাছে এদিন রীতিমত নিঃশ্বাস ফেলছিলেন সামোয়ার ভারোত্তোলক ডল ওপেলগ। কিন্তু শেষ হাসিটা হাসেন রাহুলই। স্ন্যাচ বিভাগে মোট ২৯৮ কেজি ওজন আর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে মোট ৩৬৯ কেজি ওজন তুলে প্রথম স্থান দখল করেন ২১ বছরের এই তরুণ ভারোত্তোলক। গর্বিত করেন দেশকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button