কমনওয়েলথ গেমসে ভারতের সোনা জয় অব্যাহত। ভারোত্তোলন দিয়ে সোনা জয়ের সূত্রপাত হয়েছিল। যা এদিনও অব্যাহত। মহিলাদের ৬৯ কেজি বিভাগে এদিন সোনা জিতলেন ভারতের পুনম যাদব। মোট ২২২ কেজি ওজন তুলে সোনা জেতেন তিনি। তাঁর থেকে ৫ কেজি কম তুলে রুপো পান ইংল্যান্ডের প্রতিযোগী। অন্যদিকে ভারোত্তোলনে পুরুষদের ৯৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের বিকাশ ঠাকুর।
এদিন শ্যুটিংয়েও সোনা জিতেছে ভারত। মাত্র ১৬ বছর বয়সী সোনার মেয়ে মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে গোল্ড কোস্ট থেকে সোনার মেডেল জয় করে এনেছেন। একই ইভেন্টে ভারতের হীনা সিধু রুপো জিতে নেন। ফলে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারতের ঘরে সোনা, রুপো দুটি মেডেলই ঢুকল। অন্যদিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রবি কুমার ব্রোঞ্জ জিতে নেন।
কমনওয়েলথ গেমসে এই প্রথম পা রাখলেন পাঁচবারের মহিলা বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন শ্রীলঙ্কার বক্সারের।