ভারোত্তোলন, শ্যুটিংয়ের পর এবার গোল্ড কোস্টে টেবিল টেনিসে সোনা জিতল ভারত। ইতিহাস গড়ল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। কারণ কমনওয়েলথে এই প্রথম টেবিল টেনিস থেকে সোনা ঘরে আনল ভারত। মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করলেন মৌমা দাস, মনিকা বাত্রা, মধুরিকা পাটকররা। সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে এই বিরল কৃতিত্ব অর্জন করেন ভারতের মহিলা টেবিল টেনিস খেলোয়াড়েরা।
এদিন দলগত ইভেন্টে প্রথম সিঙ্গলসে জেতেন ভারতের মনিকা বাত্রা। কিন্তু দ্বিতীয় সিঙ্গলসে হারতে হয় মধুরিকা পাটকরকে। এরপর ডবলসে মৌমা-মধুরিকা জুটি হারিয়ে দেয় সিঙ্গাপুরকে। শেষ ম্যাচে ফের সিঙ্গলস জিতে নেন মনিকা বাত্রা। ফলে ৩-১ ব্যবধানে ভারতের কাছে হেরে রুপোতেই খুশি থাকতে হয় সিঙ্গাপুরকে। এই জয়ের হাত ধরে ভারতের তালিকায় ৭টি সোনা হল। যার অধিকাংশটাই এনে দিলেন দেশের মহিলা প্রতিযোগীরা।