Sports

শ্যুটার শ্রেয়সী সিং আনলেন সোনা, বক্সিং ফাইনালে মেরি কম

২১ তম কমনওয়েলথ গেমসে দেশকে দ্বাদশ সোনা এনে দিলেন শ্যুটার শ্রেয়সী সিং। বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ডাবল ট্র্যাপ বিভাগে অস্ট্রেলিয়ার এমা কক্স-কে হারিয়ে সোনা জিতলেন শ্রেয়সী। বুধবার ফাইনাল রাউন্ডে টাই হয়ে যায় এমা কক্স ও শ্রেয়সীর মধ্যে। দুজনেরই পয়েন্ট দাঁড়ায় ৯৬। শ্যুট অফে কিস্তিমাত করেন দিল্লির শ্যুটার। এর আগে ২০১৭-র কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ডাবল ট্র্যাপ ইভেন্টে রূপোর পদক জিতেছিলেন ২৬ বছরের শ্রেয়সী। এদিন গোল্ড কোস্টে পদক এসেছে পুরুষদের ডাবল ট্র্যাপ বিভাগেও। বুধবার ৫০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় শ্যুটার ওম মিথারওয়াল।

অন্যদিকে মহিলাদের বক্সিংয়ে ৪৬ কেজি বিভাগের সেমিফাইনালে শ্রীলঙ্কার অনুশা দিলরুশিকে ৫-০-তে হারিয়ে ফাইনালে গেলেন মেরি কম। প্রতিযোগিতার অষ্টম দিন পর্যন্ত ১২টি সোনা, ৪টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ জিতে ভারত এখন পদক তালিকার তৃতীয় স্থানে। ৫০টি সোনা, ৩৮ রুপো ও ৪২টি ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ২৪টি সোনা, ২টি রুপো ও ২১টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button