ভারতের ২ কুস্তিগির এদিন জোড়া সোনা এনে দিলেন ভারতের ঘরে। ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে কানাডার স্টিভেন তাকাহাসিকে হারিয়ে সোনা জেতেন ভারতের রাহুল আওয়ারে। অন্যদিকে পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে হেলায় ভারতকে সোনা এনে দেন সুশীল কুমার। ১ মিনিটের সামান্য বেশি সময়ের সংক্ষিপ্ত লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতে নেন সুশীল কুমার।
অন্যদিকে ভারতের ববিতা কুমারী ফোগট মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে হেরে যান কানাডার ডায়ানা উইকারের বিরুদ্ধে। ফলে তাঁকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়। তবে পদক এনে দেশকে গর্বিতই করলেন ববিতা। অন্যদিকে ভারতের তেজস্বিনী সাবন্ত মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন বিভাগে রুপো জেতেন। মহিলাদের ডিসকাস থ্রো-তে রুপো জেতেন ভারতের সীমা পুনিয়া।
ভারতের ঘরে এদিন ২টি ব্রোঞ্জও এসেছে। মহিলাদের ডিসকাস থ্রো-তে যেখানে সীমা পুনিয়া রুপো জেতেন ওই বিভাগেই ব্রোঞ্জ জেতেন ভারতেরই নভজিৎ ধিলোঁ। মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মরিশাসের প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতের কিরণ।
এদিন হতাশ করলেন বাংলার টেবিল টেনিস তারকা মৌমা দাস। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল তাঁকে। হেরে গেলেন ইংল্যান্ডের প্রতিযোগীর বিরুদ্ধে।