প্রথম ম্যাচ হেরে গিয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল জার্মানি। অবশ্যই গ্রুপ লিগের প্রথম ম্যাচে তাদের হার লজ্জার। মেক্সিকোর চেয়ে ধারে ভারে অনেক এগিয়ে থাকা জার্মানিকে কিন্তু প্রথম ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বরং তুলনায় মেক্সিকো গতিতে বারবার পরাস্ত করেছে জার্মানিকে। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে এখন প্রবল চাপে জার্মান শিবির। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের বাকি ২টো ম্যাচই জিততে হবে। এদিন তারা নামছে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সুইডেনের বিরুদ্ধে। ইউরোপীয় ঘরানার ফুটবলে সুইডেন বেশ তৈরি দল। অনেক দিন ধরেই ভাল ফুটবল উপহার দিয়ে এসেছে তারা। ফলে এদিন সুইডেনকে হারানো জার্মানির জন্য সহজ হবেনা। কিন্তু যা পরিস্থিতি তাতে এফ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পেতে তাদের এদিন জিততেই হবে।
এদিকে আর্জেন্টিনার শেষ ষোলোয় পৌঁছনো এখন আর তাদের জিত দিয়ে নিশ্চিত হচ্ছেনা। বরং অনেক অঙ্কের গেরো পার করতে পারলে তবেই মিলবে চান্স। যার প্রথম শর্ত নাইজেরিয়াকে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হবে। যদি তারা নাইজেরিয়াকে হারাতেও পারে, তাহলেও আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে হারালে আর্জেন্টিনার সুযোগ প্রশ্নের মুখে। তখন দেখা হবে গোল পার্থক্য। আর আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে। ওদিকে আইসল্যান্ড হেরে যায়। তাহলে শেষ ষোলোর টিকিট পাকা মেসি বাহিনীর। কিন্তু এটা মনে রাখা দরকার নাইজেরিয়া যা খেলছে তাতে আর্জেন্টিনার জন্য জয় কিন্তু মোটেও সহজ কাজ হবে না।