অনেক খেলারই শেষ মুহুর্তটা এবার বিশ্বকাপে সব ওলটপালট করে দিচ্ছে। বদলে যাচ্ছে অঙ্ক। গত শুক্রবার ইনজুরি টাইমে ২ গোল করে জেতে ব্রাজিল। অন্য খেলায় সার্বিয়াকে খেলার শেষ মুহুর্তের গোল করে হারিয়ে দেয় সুইৎজারল্যান্ড। ই গ্রুপে কোস্টারিকা ২টি হারের ফলে শেষ ষোলোর দৌড় থেকে ছিটকে গেছে। এদিনের পর এই গ্রুপে লড়াই এখন ৩ দলের। ব্রাজিল, সুইৎজারল্যান্ড ও সার্বিয়ার।
শুক্রবার খেলা শুরুর ৫ মিনিটের মাথায় দুরন্ত হেডে সুইৎজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন সার্বিয়ার মিতরোভিচ। এগিয়ে যায় সার্বিয়া। প্রথমার্ধে গোল শোধ না দিতে পারলেও দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় গোল শোধ করে সুইৎজারল্যান্ড। জাকার গোলে খেলায় সমতা ফেরে। এরপর আক্রমণ প্রতি আক্রমণের খেলা চললেও কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলে উঠতে পারেনি। খেলার প্রায় শেষে এসে আচমকা একটা লম্বা বাড়ানো পাস রিসিভ করে সার্বিয়ার গোলের দিকে ছুট শুরু করেন সুইস স্ট্রাইকার শাকিরি। তাঁর গতির সঙ্গে পেরে ওঠেননি সার্বিয়ার স্টপার। অবশেষে খেলার ৯০ মিনিটের মাথায় দুরন্ত শটে জালে বল জড়িয়ে দেন শাকিরি। সুইৎজারল্যান্ড এগিয়ে যায় ২-১ গোলে। এই জয়সূচক গোল এমন সময়ে হয় তখন গোল শোধ প্রায় অসম্ভব। এটাই এবার বার বার দেখা যাচ্ছে। খেলার শেষে এসে এমনভাবে গোল হচ্ছে যে শোধের সময় পাচ্ছে না প্রতিপক্ষ।