সি গ্রুপ থেকে বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের খেলা পাকা করল ফ্রান্স ও ডেনমার্ক। অন্য খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়েও শেষ ষোলো অধরাই থেকে গেল ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে আসা লাতিন আমেরিকার দেশ পেরুর। এদিন ফ্রান্স ও ডেনমার্কের খেলা গোল শূন্য ভাবে শেষ হয়। এবারের বিশ্বকাপে এটাই প্রথম গোল শূন্য ম্যাচ। এর আগে সব খেলাতেই গোল হয়েছে। এদিন ফ্রান্স ও ডেনমার্ক দুপক্ষই রক্ষণে জোড় দেয়। আক্রমণ পাল্টা আক্রমণ যে হয়নি তা নয়। তবে সবই হয়েছে আগে রক্ষণ সামলে। তবে পুরো সময়ে কেউই কারও গোল মুখ খুলে উঠতে পারেনি। কোথাও যেন ২ দলই তাদের এনার্জি বাঁচিয়ে খেলছিল ম্যাচটা। ড্র করে সহজেই শেষ ষোলোর টিকিট পাকা করে নেয় এই ২ দল।
গ্রুপের অন্য খেলায় লাতিন আমেরিকার দেশ পেরু খেলতে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিন শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল পেরু। ১৮ মিনিটের মাথায় প্রথম গোল পান পেরুর আন্দ্রে কারিলো। এরপরও পেরুর আক্রমণ বজায় ছিল। অস্ট্রেলিয়া চেষ্টার ত্রুটি না রাখলেও সেভাবে খেলায় নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি। তুলনায় পেরুর খেলা অনেক বেশি গোছানো ছিল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় আসে পেরুর দ্বিতীয় গোল। পাওলো গুরেরোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর পেরু গোল করতে না পারলেও গোল খায়ওনি। খেলা শেষ হয় ২-০ গোলে। এদিনের জয়ের হাত ধরে পেরু পেল সি গ্রুপের তৃতীয় স্থান। গ্রুপের শেষ দল হিসাবে শেষ করল অস্ট্রেলিয়া।