শনিবার সকাল থেকে কলকাতা ফুটছিল। একই দিনে ২টি খেলায় নামতে চলেছেন বিশ্ব ফুটবলের ২ মহাতারকা। সন্ধেয় নামলেন মেসি। হারল আর্জেন্টিনা। আর রাতে নামলেন রোনাল্ডো। হেরে গেল পর্তুগাল। মহাতারকাশূন্য হয়ে গেল এবারের বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিল পর্তুগাল। শেষ ষোলো থেকে শেষ আটে পৌঁছে গেল উরুগুয়ে।
এদিন খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলার পথই বেছে নেয় পর্তুগাল ও উরুগুয়ে। খেলার ঠিক ৭ মিনিটের মাথায় সুয়ারেজের একটি মাপা ক্রস থেকে অব্যর্থ হেডে বল পর্তুগালের জালে জড়িয়ে দেন কাভানি। নাটকীয়ভাবে শুরুতেই পিছিয়ে পড়ে পর্তুগাল। এরপর রোনাল্ডোর পর্তুগাল বেশ কিছু সুবর্ণ সুযোগ পায়। রোনাল্ডোর জোড়াল শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার। অন্যদিকে সুয়ারেজের একটি মাপা ফ্রি কিক আটকে দেন পর্তুগালের গোলকিপার।
খেলার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের ভাসানো বলে হেড করতে লাফান পর্তুগালের রোনাল্ডো ও পেপে। রোনাল্ডোকে পার করে বল পৌঁছয় পেপের মাথায়। সেখান থেকে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি পেপে। খেলায় সমতা ফেরে। কিন্তু সে আর কতক্ষণ! ৬২ মিনিটের মাথায় পর্তুগালের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি বল পায়ে পেয়ে যান কাভানি। আর অপেক্ষা করেননি তিনি। তাঁর কোনাকুনি শট হাওয়ায় হাল্কা বাঁক নিয়ে সোজা পৌঁছে যায় পর্তুগালের গোলে। ২-১ গোলে ফের এগিয়ে যায় উরুগুয়ে। এরপর উরুগুয়ের ফাঁকা গোলে বল পেয়েও তাড়াহুড়ো করতে গিয়ে সেই বল বার পোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন পর্তুগালের খেলোয়াড়। আসে এমন একাধিক সুযোগ। কিন্তু তা গোল পর্যন্ত নিয়ে যেতে পারেনি পর্তুগাল। একটি অনায়াস সুযোগ পায় উরুগুয়েও। খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-১ ব্যবধানের ফলই বজায় ছিল। হেরে গেলেন রোনাল্ডো। বিদায় নিল পর্তুগাল।