আর্জেন্টিনা, উরুগুয়ের বিদায়ের পর শেষ আশা ছিল ব্রাজিল। সেই ব্রাজিলও হেরে বিদায় নিল বিশ্বকাপ থেকে। আর সেইসঙ্গে শেষ হয়ে গেল এবার লাতিন আমেরিকার ফুটবলের বিশ্বজয়ের স্বপ্ন। কাপ থাকছে ইউরোপেই। এখন দেখার কোন দেশ তা দখল করতে পারে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশ কিন্তু মনে করছেন ইউরোপের কয়েকটি টিমই এবার বিশ্বকাপের দাবিদার হওয়ার ক্ষমতা রাখে। তাদের খেলা তাই বলে দিচ্ছে। তুলনায় ব্রাজিল, আর্জেন্টিনার মত দলগুলো কিন্তু সেই উচ্চতায় খেলতে পারেনি। ব্রাজিল তাও কিছুক্ষেত্রে চোখ জুড়িয়ে দিয়েছে। কিন্তু অন্য লাতিন আমেরিকার দলগুলি তেমন কোনও ফুটবল ধারাবাহিকভাবে উপহার দিতে পারেনি যা দেখে মনে হয় এদেরই এবার বিশ্বকাপ পাওয়া উচিত।
এদিকে ব্রাজিল বেলজিয়াম দ্বৈরথে ব্রাজিল হারলেও একটা বিষয় এদিন অনেকেরই নজর কেড়েছে। আর তা হল নেইমারের মাঠে শুয়ে কাতরানি। ফাউল হলে নেইমারের যন্ত্রণায় কাতরানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তিনি প্লে অ্যাকটিং করেন বলে অভিযোগ আগেই উঠেছিল। সোশ্যাল মিডিয়া সেইতেই এমন রং চড়িয়েছিল, যে কার্যত নেইমারের কাতরানি হাসির খোরাকে পরিণত হয়েছিল। অনেকের মতে তা হয়তো নজর এড়ায়নি খোদ নেইমারের। তাই বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে নেইমারকে ফাউল করা হলেও তাঁকে অমন প্রাণপণ ছটফট করতে দেখা যায়নি।