বিশ্বকাপ ফুটবলে কলকাতার সিংহভাগ হয় ব্রাজিল, নতুবা আর্জেন্টিনা। কিছু জার্মানির সমর্থকও রয়েছেন। রোনাল্ডোকে ভালবেসে এবার বেশ কিছু পর্তুগাল সমর্থকও তৈরি হয়েছিল। এর বাইরে কলকাতায় অন্য দলের সমর্থক সাধারণত খুঁজে মেলা ভার। কিন্তু জার্মানি গ্রুপ লিগ থেকেই এবার বিদায় নিয়েছে। মেসির আর্জেন্টিনা আর রোনাল্ডোর পর্তুগাল বিদায় নিয়েছে শেষ ষোলোর যুদ্ধ থেকে। পড়েছিল ব্রাজিল। সেও হারার পর কলকাতা কার্যত মুষড়ে পড়েছে। অনেকেই প্রিয় দলের হারে বাকরুদ্ধ। কলকাতায় হিসেব নিলে ব্রাজিল সমর্থকই সবচেয়ে বেশি। ফলে শনিবার সকালে অনেক পাড়াতেই শোকের ছায়া।
কয়েকটি পাড়ায় গত শুক্রবার সকাল থেকেই ব্রাজিলের পতাকায় পতাকায় ছেয়ে গিয়েছিল। সমর্থকদের গায়ে চড়েছিল ব্রাজিলের জার্সি। এরমধ্যে আবার মারাদোনা ভবিষ্যতবাণী করেছিলেন এবার কাপ ব্রাজিলের। ছন্দেও ছিল দলটা। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে জেতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন সকলে। জমিয়ে ফেলেছিলেন আতসবাজিও। রাতে ব্রাজিল জিতলে পোড়ানোর জন্য। আনন্দ করার জন্য। অনেক পাড়ায় ব্রাজিলের সমর্থনে সকলে একসঙ্গে খেলা দেখারও বন্দোবস্ত হয়েছিল। সেই ব্রাজিলের হার এখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি। খোদ ব্রাজিলের পর তাদের হারে গোটা বিশ্বে যদি কোথাও শোকের ছায়া গ্রাস করে থাকে তবে তা শহর কলকাতা। যেখানে শনিবার সকালে দেখা গেছে শুকনো মুখে কয়েকজনকে পাড়ায় টাঙানো ব্রাজিলের বিশাল বিশাল পতাকা নামিয়ে ফেলতে।