Sports

আড়াই কিলোমিটার উচ্চতার নীল আকাশে ভাসতে চলেছেন ১৭০ পাইলট

রবিবার থেকে হিমাচল প্রদেশে শুরু হচ্ছে ২০১৮ ইন্ডিয়ান ওপেন এয়ারো স্পোর্টস প্রতিযোগিতা। যেখানে প্যারাগ্লাইডিং প্রতিযোগিতা প্রাধান্য পাচ্ছে। ৭ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২০টি দেশের প্রায় ১৭০ প্রতিযোগী। ধৌলাধর রেঞ্জে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্য পর্যটন বিভাগ এই প্রতিযোগিতার আয়োজক। প্রতিযোগিতা হবে বীর বিলিংয়ে। যা এয়ার স্পোর্টসে ভারতের পীঠস্থান হিসাবে ধরে নেওয়া হয়। চারপাশে চা বাগান ঘেরা পাহাড়ের রেঞ্জ। তার ওপর দিয়ে এখানে আকাশের বুকে ভেসে পড়ার আনন্দই আলাদা। তবে প্রতিযোগিতা যখন তখন পাকা হাতের প্রতিযোগীরাই এখানে অংশ নেবেন।

এই প্রতিযোগিতা সব দেশের প্রতিযোগীর কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিযোগিতার টপ স্কোরাররা আগামী বছর ব্রাজিলে হতে চলা বিশ্ব প্যারাগ্লাইডিং প্রতিযোগিতায় সুযোগ পাবেন। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ২ হাজার ৩২৫ মিটার উচ্চতা থেকে আকাশের বুকে ভাসবেন প্রতিযোগীরা। আর ল্যান্ডিং হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩৬০ মিটার উচ্চতায়।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button