ভোট গ্রহণ পর্ব চলছিল নির্বিঘ্নেই। দুপুর বেলায় বুথের লাইনে ভোটারের সংখ্যাও যে খুব একটা ছিল তা নয়। এই অবস্থায় আচমকাই বিস্ফোরণ। বুথের খুব কাছেই বিস্ফোরণটি হয়। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। অনেকে ভোট না দিয়ে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করতে থাকেন। তবে বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই। কিছুক্ষণ চাঞ্চল্য থাকার পর ওই বুথে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ হয়।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত গড়চিরোলির গড়চিরোলি-চিমুর লোকসভা কেন্দ্রের ইটাপল্লি এলাকার ভাঘজারি পোলিং বুথের সামনে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। পুলিশের তরফে বিস্ফোরণটিকে স্বল্পমাত্রার বলে ব্যাখ্যা করা হয়েছে। ফলে এই বিস্ফোরণে কারও কোনও ক্ষতি হয়নি।
ভোটের আগের দিনও এখানে বিস্ফোরণ হয়। বুধবার গড়চিরোলিতে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে ২ সিআরপিএফ জওয়ান আহত হন। ভোটের ঠিক আগেই ভোট বানচাল করতে মাওবাদীরাই ওই বিস্ফোরণ ঘটায় বলে মনে করছে পুলিশ। এদিনের বিস্ফোরণের পিছনেও মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)