শেষ হল প্রথম দফার লোকসভা নির্বাচনে রাজ্যে ২ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল থেকেই টুকটাক অশান্তির খবর এসেছে বিভিন্ন জায়গায় থেকে। সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। তবে ছোটখাটো এসব অশান্তিকে যে নির্বাচন কমিশন গুরুত্ব দিতে নারাজ তা এদিন পরিস্কার করে দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের পর্যবেক্ষক বিবেক দুবে।
বিবেক দুবে এদিন খুব সামান্য কিছু শব্দে নিজের বক্তব্য সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশ যে এই শান্তিপূর্ণ ভোট করতে সাহায্য করেছে তাও এদিন জানান তিনি। তবে এর বেশি কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। এদিনই সকালেই তিনি কলকাতায় ফেরেন।
নির্বাচন কমিশনের তরফে বিকেল ৩টে পর্যন্ত ভোটের যে হিসাবে দেওয়া হয়েছে তাতে কোচবিহারে ৬৮ শতাংশ ভোট পড়েছে। আর আলিপুরদুয়ারে পড়েছে ৭১ শতাংশ ভোট। তারপরেও ২ ঘণ্টায় ভোটের সংখ্যা বেড়েছে। বিকেলের পরও ভোটের লাইন নজরে পড়েছে কোথাও কোথাও।
এদিন সকাল থেকেই এই ২ কেন্দ্রে ভোটারদের ভোটদানে উৎসাহ নজরকাড়া ছিল। ফলে সকাল থেকেই খতিয়ান বলছিল এবার ভাল ভোট হতে চলেছে এই ২ কেন্দ্রে। বিকেল ৩টে পর্যন্ত রিপোর্ট তাই প্রমাণ করল।