বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার নির্দল প্রার্থীও অবিকল মোদী! প্রচারে বার হলে যে কোনও মানুষ ধোঁকা খেয়ে যেতে পারেন। অক্লেশে তাঁকে এক ঝলকে নরেন্দ্র মোদী বলে চালিয়ে দেওয়া যায়। তিনি অভিনন্দন পাঠক। যাঁকে দেখতে এক্কেবারে নরেন্দ্র মোদীর মত! আর সেই একটি গুণেই তিনি এবার বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে নির্দল প্রার্থী। অভিনন্দন পাঠক কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর জন্য গলা ফাটিয়েছেন। প্রচার করেছেন। ২০১৪ সালের ভোটেও নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেন তিনি। তাঁকে দেখে অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলতেন। চা খাওয়াতেন। সম্মান করতেন।
৫১ বছরের অভিনন্দনের দাবি অবস্থাটা বদলায় নোটবন্দির পর। নরেন্দ্র মোদীকে না পেয়ে যত রোষ গিয়ে নাকি পড়ে তাঁর ওপর। একদিন তাঁকে মারও খেতে হয় সাধারণ মানুষের কাছে। সেই ধাক্কার পর থেকে বদলেছে তাঁর ভাবনা। এই লোকসভা নির্বাচনে তাই তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী। শুধু নরেন্দ্র মোদী বলেই নয়, অভিনন্দন পাঠক নির্দল প্রার্থী হিসাবে লখনউ আসন থেকেও লড়ছেন। দাঁড়িয়েছেন রাজনাথ সিংয়ের বিরুদ্ধে।
নোটবন্দির পর মন ভেঙে যাওয়া অভিনন্দন গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসের হয়ে প্রচার করেন। যদিও কংগ্রেসের প্রতিও তিনি কিছুটা অসন্তুষ্ট। কারণ তিনি চেয়েছিলেন কংগ্রেস তাঁকে টিকিট দিক। কিন্তু কংগ্রেস তা করেনি। তবে টিকিট না দিলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর নীতিকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন অভিনন্দন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)