তৃতীয় দফার ভোট আগামী ২৩ এপ্রিল। রাজ্যে ওদিন ৫ কেন্দ্রে ভোট। ভোট হবে বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে। এই ৫টি কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৬১ জন। তাঁদের সকলকেই নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়েছে। সেই হিসাব বলছে এই ৬১ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী কোটিপতি। যারমধ্যে জঙ্গিপুর কেন্দ্রে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ও রয়েছেন।
সবচেয়ে বেশি অঙ্কের সম্পত্তির কথা ঘোষণা করেছেন জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুল রহমান। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি। তাঁর পিছনেই রয়েছেন মালদহ দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। তাঁর ঘোষিত মোট সম্পত্তির অঙ্ক ২৭ কোটি টাকার। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ১৪ কোটি। বালুরঘাটের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর ও মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী মহম্মদ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা করে।
৫টি কেন্দ্রে ৫ জন বিজেপি প্রার্থীর মধ্যে ৩ জনই কোটিপতি। মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের ঘোষিত সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা করে। মালদহ উত্তরের সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষের ঘোষিত সম্পত্তির অঙ্ক ১ কোটি। যা দেখা যাচ্ছে তাতে মালদহ উত্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল ৩ প্রার্থীই কোটিপতি।
এদিকে তৃতীয় দফার ভোটে যে ৬১ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন তাঁদের মধ্যে ১৫ জন জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আবার এই ৬১ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই জানিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)