National

অশান্তি হয়নি, তবু ভোটে মৃত ১০

কোথাও কোনও বড় ধরনের অশান্তির খবর নেই। ভোট হয়েছে শান্তিতেই। তবু কেরালায় ভোটে মৃত্যু হল ১০ জনের। নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে এই ১০ জনের মৃত্যুর সঙ্গে ভোটগ্রহণের যোগ নেই। কিন্তু সবকটি মৃত্যুই হয়েছে ভোটকে সামনে রেখে। মঙ্গলবার কেরালার সবকটি আসনেই ভোটগ্রহণ হয়। মাত্র ১ দফাতেই এ রাজ্যে ভোট শেষ। আর সেই একদিনেই ১০টি মৃত্যুর ঘটনা ঘটল। যার প্রত্যেকটির সঙ্গে ভোটের যোগ নিবিড়।

ভোট দিতে পোলিং বুথে যাওয়ার জন্য কোট্টায়ামের বাসিন্দা ৮৪ বছরের মহিলা রোসাম্মা অটোতে চড়ছিলেন। অটোতে চড়ার সময় হঠাৎই অচেতন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। কন্নুর জেলার বাসিন্দা বেনুগোপাল নামে এক ব্যক্তি ভোট দিয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ভোট দিতে পোলিং বুথে থাকাকালীনই মৃত্যু হয় তেলিচেরির বাসিন্দা ৫২ বছরের মুস্তাফার। চোকলিতে ভোটদানের জন্য লম্বা লাইনে অপেক্ষা করার সময় মৃত্যু হয় ৬৫ বছরের বিজয়ার।


এরনাকুলামে ৮৭ বছরের বৃদ্ধা থেরেসিয়াম্মা পোলিং বুথে ভোটার স্লিপ নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোলামে পোলিং অফিসারের সঙ্গে কথা বলার সময় অসুস্থ বোধ করেন এক প্রৌঢ়। ওখানেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। রাহুল গান্ধী যে কেন্দ্রে প্রার্থী সেই ওয়ানাড কেন্দ্রে বালান নামে এক আদিবাসী ভোটার ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু বুথ পর্যন্ত পৌঁছনোর আগেই রাস্তায় পড়ে যান তিনি। মৃত্যু হয় তাঁর।

একইভাবে আলাপুঝায় ভোট দিতে যাওয়ার সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে যান ৭৪ বছরের প্রভাকরণ। ওখানেই মৃত্যু হয় তাঁর। রান্নিতে ৬৭ বছরের এক ব্যক্তি ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। কাসারগোড়ে এলাকায় ভোট দিতে যাওয়ার সময় মধ্যবয়সী এক ব্যক্তির রাস্তাতেই মৃত্যু হয়।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button