অশান্তির একটা ভয় তো ছিলই। তাই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়েও ফেলা হয়েছিল গোটা লোকসভা কেন্দ্র। মাছি গলার উপায় রাখা হয়নি। ফলে অশান্তি হয়নি। কোথাও কোনও ঘটনা ঘটেনি। যাকে বলে একেবারে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় জম্মু কাশ্মীরের অনন্তনাগ লোকসভা আসনের ভোটগ্রহণ পর্ব। তবে শান্তিতে মিটলেও ভোট কিন্তু পড়ল মাত্র ১০.২ শতাংশ। ১০০ জনে মাত্র ১০ জন ভোটারই ভোটকেন্দ্র পর্যন্ত এসে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সাহস দেখিয়েছেন। জম্মু কাশ্মীরের পরিস্থিতির কথা মাথায় রেখে চতুর্থ দফায় মাত্র ১টি আসনেই রাজ্যে ভোট ছিল এদিন।
জম্মু কাশ্মীরের পাশাপাশি দেশের মোট ১৩টি রাজ্যের ৭১টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে যেহেতু ৭ দফাতেই ভোট রয়েছে, ফলে এদিনও ভোট হয়েছে। রাজ্যের ৮টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গে কিছু অশান্তির খবর মিললেও দেশ জুড়ে ভোট কিন্তু মিটেছে শান্তিপূর্ণভাবে। টুকটাক অশান্তি ভোটের দিনে যেমন হয় তেমন বিষয়গুলি বাদ দিলে চতুর্থ দফা মিটেছে নিশ্চিন্তেই।
এদিন মুম্বইয়ে ছিল ভোট। ফলে ভোট দিতে তারকার মেলা বসেছে দিনভর। একের পর এক বলিউড তারকা ভোট দিতে এসেছেন। আর ঝলসে উঠেছে চিত্রগ্রাহকদের ক্যামেরা। শাহরুখ খান থেকে, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত থেকে অজয় দেবগণ, কাজল থেকে আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, শঙ্কর মহাদেবন, পরেশ রাওয়াল, মহেশ ভাট, অনুপম খের, টুইঙ্কল খান্না সহ বলিউডের বহু তারকাকেই এদিন ভোট দিতে দেখা গেছে। অনেকেই তাঁদের ট্যুইটারে আঙুলে কালি লাগা ছবি পোস্ট করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা