পরনে গোলাপি শাড়ি। চোখে সানগ্লাস। হাতে ই-রিক্সার স্টিয়ারিং। একেবারে অন্য মেজাজেই ধরা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গত ২ বারেও এই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে বীরভূম থেকে সাংসদ হয়েছেন তিনি। এবারও তিনি ভোট চাইতে পথে নেমেছেন। রামপুরহাটের বিভিন্ন গ্রামে গ্রামে নিজেই ই-রিক্সা চালিয়ে প্রচার করছেন শতাব্দী। তাঁর হাতে ই-রিক্সার স্টিয়ারিং দেখে অনেকেই হতবাক।
একদিকে যখন ই-রিক্সা চালিয়ে প্রচারে অন্য মাত্রা এনে দিয়েছেন শতাব্দী রায়, তখন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মণ্ডলও পিছিয়ে নেই। শতাব্দীর ই-রিক্সার পাল্টা তিনি চড়ে বসেছেন গরুর গাড়িতে। একেবারে গ্রামের কাঁচা পথ ধরে মাথা খোলা গরুর গাড়িতে ভোট প্রার্থনা করে ঘুরছেন তিনি। পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।
ই-রিক্সা বনাম গরুর গাড়ির এই প্রচার বেশ তারিয়েই উপভোগ করছেন স্থানীয় মানুষ। তাঁদেরও প্রচার দেখায় কৌতূহল চরমে। রাজ্যে এবার ৭ দফাতেই ভোট রয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল। তার আগে জোর প্রচারে সব পক্ষ।