State

বিজেপির গরুর গাড়ি বনাম তৃণমূলের ই-রিক্সা, জোর টক্কর

পরনে গোলাপি শাড়ি। চোখে সানগ্লাস। হাতে ই-রিক্সার স্টিয়ারিং। একেবারে অন্য মেজাজেই ধরা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গত ২ বারেও এই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে বীরভূম থেকে সাংসদ হয়েছেন তিনি। এবারও তিনি ভোট চাইতে পথে নেমেছেন। রামপুরহাটের বিভিন্ন গ্রামে গ্রামে নিজেই ই-রিক্সা চালিয়ে প্রচার করছেন শতাব্দী। তাঁর হাতে ই-রিক্সার স্টিয়ারিং দেখে অনেকেই হতবাক।

একদিকে যখন ই-রিক্সা চালিয়ে প্রচারে অন্য মাত্রা এনে দিয়েছেন শতাব্দী রায়, তখন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মণ্ডলও পিছিয়ে নেই। শতাব্দীর ই-রিক্সার পাল্টা তিনি চড়ে বসেছেন গরুর গাড়িতে। একেবারে গ্রামের কাঁচা পথ ধরে মাথা খোলা গরুর গাড়িতে ভোট প্রার্থনা করে ঘুরছেন তিনি। পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।


Dudh Kumar Mondal
গরুর গাড়িতে চড়ে প্রচার দুধকুমার মণ্ডলের, ছবি – আইএএনএস

ই-রিক্সা বনাম গরুর গাড়ির এই প্রচার বেশ তারিয়েই উপভোগ করছেন স্থানীয় মানুষ। তাঁদেরও প্রচার দেখায় কৌতূহল চরমে। রাজ্যে এবার ৭ দফাতেই ভোট রয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল। তার আগে জোর প্রচারে সব পক্ষ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button