বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। একাধারে থিয়েটার ব্যক্তিত্ব তথা বালুরঘাটের সাংসদও তিনি। ২০১৪ সালে বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন। তখন সম্পত্তির হিসাব দিতে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন তাঁর কাছে ৫ লক্ষ ৪৪ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ২০১৯ সালে মনোনয়ন পেশ করতে গিয়ে এবার সেই অঙ্ক বেড়ে হল ২৮ লক্ষ ২৪ হাজার টাকা। প্রায় ৫ গুণের বেশি। আর সেই অঙ্ক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।
মনোনয়ন পেশ করে অর্পিতা ঘোষ জানিয়েছেন তাঁর কাছে ৯২ হাজার টাকা নগদে রয়েছে। পিপিএফ ও এফডি মিলিয়ে রয়েছে ২৪ লক্ষ ৭ হাজার টাকা। এছাড়া ৩ লক্ষ টাকার মত বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ও শেয়ারে লগ্নি রয়েছে।
অর্পিতা ঘোষের বিরুদ্ধে এবার বালুরঘাটে বিজেপি দাঁড় করিয়েছে সুকান্ত মজুমদারকে। অন্যদিকে বামফ্রন্টের তরফে আরএসপি দাঁড় করিয়েছে রণেন বর্মনকে। প্রসঙ্গত বালুরঘাট এক সময়ে আরএসপি-র শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)