Sports

কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাসকটে লুকিয়ে আছে অনেক রহস্য

কাতার বিশ্বকাপের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে গোটা বিশ্ব। তার আগে এবার সামনে এল এই বিশ্বকাপের ম্যাসকট। যার মধ্যে লুকিয়ে আছে অনেক কথা।

চলতি বছরে কাতারে বসতে চলছে ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হবে ৩২টি দল। ইতিমধ্যেই সামনে এসেছে কোন দল কোন গ্রুপে রয়েছে সেই বিস্তারিত তথ্য।

অন্যদিকে ফুটবল বিশ্বকাপের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে কাতারও। এবার সেই ফুটবল মহাযজ্ঞের ম্যাসকট সামনে আনল ফিফা।


ম্যাসকটে যাকে দেখা যাচ্ছে তার নাম লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। যার অর্থ অত্যন্ত দক্ষ খেলোয়াড়। গাড় গোলাপি রংয়ের ওপর স্ফূর্তিতে থাকা এক কিশোর উড়ন্ত বলে পা ঠেকাচ্ছে।

তার পরনে কাতারের স্থানীয় পোশাক। সারা দেহ ঢাকা আলখাল্লার মত পোশাক পরে সে ফুটবলে মত্ত। এই আঁকাটি সামনে এনেছে ফিফা। এটাই ফিফার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাসকট।


গাঢ় গোলাপির ওপর লা’ইব কথাটাও লেখা রয়েছে। লা’ইব ম্যাসকটের মধ্যে দিয়ে অনেক কথা বলতে চাওয়া হয়েছে। সকলকে ফুটবলের মজাটা উপভোগ করার পাশাপাশি, নিজের প্রতি বিশ্বাস রাখার বার্তাও দিচ্ছে লা’ইব।

দোহায় প্রকাশিত এই আঁকাটি এখন গোটা বিশ্বের মানুষের অন্যতম কৌতূহলে পরিণত হয়েছে। কাতার ফুটবল বিশ্বকাপের আধিকারিকরা মনে করছেন লা’ইব-এর মত একটি স্ফূর্ত চরিত্রকে সকলের ভাল লাগবে। লা’ইব সকলের মনে থাকবে তার তারুণ্যে ভরা স্ফূর্তির জন্য।

প্রসঙ্গত আগামী ২১ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ ২০২২, যা শেষ হবে ১৮ ডিসেম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button