বিশ্বকাপ জিতবে কোন দেশ, অঙ্কের স্যারের ভবিষ্যতবাণীতে খুশি বাঙালিদের বড় অংশ
ফুটবল বিশ্বকাপ জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। কাতারের এই মহারণে কোন দেশ শেষ হাসি হাসবে? সে প্রশ্নের উত্তর দিলেন এক গণিতজ্ঞ। অঙ্ক কষে ভবিষ্যতবাণী করলেন তিনি।
বিশ্বকাপের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে কোন দল বিশ্বজয়ী হিসাবে মাঠ জুড়ে আনন্দে মেতে উঠবে? সে প্রশ্ন এই বিশ্বকাপের উন্মাদনার মাঝে বিশ্বজুড়েই ঘুরপাক খাচ্ছে।
বিশ্বকাপে কোন দেশ জয়ী হবে তার ভবিষ্যতবাণীও চলছে। তবে অঙ্ক কষে ভবিষ্যতবাণী এই প্রথম হল। যে সে কেউ নন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিশেষজ্ঞ রীতিমত অঙ্ক কষে ফেলেছেন বিজয়ী খুঁজতে।
অনেক হিসেবনিকেশ করে কঠিন অঙ্কের শেষে তিনি যে দেশের নাম জানিয়েছেন তা সেই দেশের মানুষের পাশাপাশি বাঙালিদের একটা বড় অংশের ফুটবল প্রেমী দর্শককে বেজায় খুশি করেছে। এমনকি ভারতজুড়েও একটা বড় অংশের মানুষ এই ভবিষ্যতবাণী মিলে যাক এটাই চাইছেন।
বুল লগিংলি নামে ওই গণিত বিশেষজ্ঞ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন খুঁজতে একটি মডেল তৈরি করেছেন। অঙ্কের সেই মডেলের হাত ধরে তাঁর হিসাব এগিয়েছে। আর সেই হিসাব জানাচ্ছে এবার কাপ সাম্বার দেশের হাতে উঠতে চলেছে।
বুল দাবি করেছেন, তাঁর এই খেলাধুলো সংক্রান্ত অঙ্কের মডেল যদি ঠিক হয় তাহলে ব্রাজিলই এবারের বিশ্ব ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন। তবে তিনি এও জানিয়েছেন এমন কোনও গ্যারান্টি তিনি দিচ্ছেন না।
বুলের মডেল অনুযায়ী ব্রাজিলই সবচেয়ে বেশি সম্ভাব্য। বাঙালিদের একটা বড় অংশ ব্রাজিলের সমর্থক। ফলে এই ভবিষ্যতবাণীতে তাঁরা খুশি এবং মনেপ্রাণে চাইছেন বুল-এর ভবিষ্যতবাণী যেন মিলে যায়।