বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কষ্ট নেই, হেরে ছবি তুলতে ব্যস্ত খেলোয়াড়েরা
বিশ্বকাপ ফুটবলের আসর থেকে ছিটকে গেল দেশ। সবে হার হজম করতে হয়েছে তাদের। কিন্তু সেসব ভুলে ছবি তুলতেই ব্যস্ত দলের খেলোয়াড়েরা।
কাতারে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে সব দলই নিজেদের উজাড় করে জেতার লড়াই চালাচ্ছে। নকআউট পর্বে একটা হার মানেই বিশ্বকাপের দৌড় শেষ। সেখানে যে দল হারছে তাদের খেলোয়াড়দের মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে।
খেলা শেষে একটা দল আনন্দ করছে, পাশেই বিপক্ষ দল হারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই বৈপরীত্য প্রতি বিশ্বকাপেই দেখতে পাওয়া যায়। এবারের বিশ্বকাপেও তাই হচ্ছে। এমনকি জয়ী দলের খেলোয়াড়দের দেখা যাচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিতে।
কিন্তু এই বিশ্বকাপে নজর কাড়া দল অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তা দেখা গেলনা। প্রাথমিক পর্বে তিউনিসিয়া ও ডেনমার্কের মত দলকে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর মুখোমুখি হয় আর্জেন্টিনার।
সেই খেলায় ২-১ ব্যবধানে হেরে তাদের বিশ্বকাপ সফর শেষ হয়। সেই হারের বেদনা যে অস্ট্রেলীয় খেলোয়াড়দের আদৌ ছুঁয়েছে, তেমনটা মনে হল না তাঁদের আচরণে।
জয়ের পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের কয়েকজনকে দেখা গেল মেসির সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত তাঁরা। মেসি হেঁটে চলে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা মেসিকে দাঁড় করিয়ে তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হার ভুলে চলে মেসির সঙ্গে ছবি তোলার পালা।
হাসি মুখে ওঠে ছবি। মেসির সঙ্গে ছবি তুলতে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলারদের হুড়োহুড়ির ভিডিও নজর কেড়েছে। ছবি তোলার পর সেই ছবি ফের বড় করে মোবাইলে দেখতেও ব্যস্ত ছিলেন আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। মেসির সঙ্গে ছবি তোলার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।