Sports

ফুটবলের রঙে হারিয়ে গেছে ফিফা গলির দেওয়াল থেকে রাস্তা

বাঙালি যতই ক্রিকেট নিয়ে উন্মাদনায় ভুগুক, কোথাও গিয়ে রক্তে মজ্জায় এখনও ফুটবল নাড়া দিয়ে যায়। মধ্যবিত্ত ফিফা গলির রং সে কথা আরও একবার মনে করিয়ে দেয়।

ফিফা বিশ্বকাপে যেসব দেশ খেলছে হয়তো কোথায় গিয়ে তাদের দেশের গলিগুলোও এতটা সেজে ওঠেনি, যতটা কলকাতার এই মধ্যবিত্ত গলি সেজে উঠেছে। রাস্তা থেকে বাড়ির দেওয়াল কিছুই নজরে পড়ছে না। নজরে পড়ছে কেবল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, মেসি, রোনাল্ডো অথবা ভারতের সুনীল ছেত্রীর মুখ।

প্রতিটি দেওয়ালে বিভিন্ন দেশের পতাকা আঁকা। বিশ্বকাপের ইতিহাস সাঁটা। তারকা ফুটবলারদের প্রতিকৃতি। রাস্তা পর্যন্ত বিশ্বকাপের রঙে মেতে উঠেছে।


ফুটবল এখানে দেওয়াল, রাস্তার পাশাপাশি টুকরো আকাশেও খেলা করে। অপরিসর গলির রাস্তায় দাঁড়িয়ে যেটুকু আকাশ নজরে পড়ে সেটাও ঢাকা রয়েছে বিভিন্ন দেশের পতাকার ঝালরে।

এ গলির যুবক থেকে কিশোর, বালক এমনকি পাড়ার ক্ষুদেরাও ফুটবল নিয়ে মেতে থাকতে ভালবাসে। অবসরে ফুটবল তাদের বড্ড পছন্দ।


ফুটবল বিশ্বকাপ সেই ভালবাসাকে যেন আরও চাগিয়ে দিয়েছে। একসঙ্গে বসে বিশ্বকাপের ম্যাচ দেখাও চলছে। পাড়ার শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতে ফুটবল জ্বরে।

দূরে কোথাও নয়, উত্তর কলকাতার রামজয় শীল শিশু পাঠশালা স্কুলের উল্টো দিকেই রয়েছে এই ফিফা গলি। যা সকলকে মনে করিয়ে দিচ্ছে বাঙালির ফুটবল ভালবাসার কথা।

মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙালির রক্তে। ফুটবল বাঙালির রক্তে। সেই ফুটবলের জ্বরে এখন কাবু গোটা বাংলা। তারই এক টুকরো ছবি বিশ্বের সামনে তুলে ধরছে এই উত্তর কলকাতার ফুটবল পাগল গলি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button