হ্যান্ড স্যানিটাইজারের পাত্র ভেঙে মহা বিপাকে বিখ্যাত বোলার
টি২০ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন একটি হ্যান্ড স্যানিটাইজারের পাত্র ভেঙে এবার শাস্তির মুখে পড়লেন বিখ্যাত বোলার। যা তাঁর কেরিয়ারে একটা দাগ হয়ে থেকে গেল।
টি২০ বিশ্বকাপ এখন গ্রুপ পর্যায়ের শেষপ্রান্তে পৌঁছে গেছে। পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার দল বাদ পড়েছে। লড়াই হাড্ডাহাড্ডি। এমনই একটি ম্যাচ চলছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যে। সেখানে ১৮ তম ওভারে আউট হয়ে যান নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি।
অগত্যা প্যাভিলিয়নমুখী হতে হয় তাঁকে। তবে আউট হওয়া নিয়ে ক্ষোভ ছিল তাঁর মধ্যে। সেই রাগ তিনি উগরে দেন মাঠ থেকে ড্রেসিং রুমে ফেরার পথে। ওই পথে একটি হ্যান্ড স্যানিটাইজারের পাত্র রাখা ছিল। সেটি তিনি ভেঙে দেন। তারপর ঢুকে যান ড্রেসিং রুমে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির স্টেডিয়ামে এই ঘটনা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি। বরং আইসিসি-র লেভেল ১ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে টিম সাউদিকে কড়া তিরস্কারের মুখে পড়তে হয় ম্যাচ রেফারির।
তাছাড়া আইসিসি-র নিয়ম অনুযায়ী বাকি শাস্তি হল ম্যাচ ফি-র ৫০ শতাংশ টাকা কাটা যাওয়া। তাছাড়া বিখ্যাত এই বোলারের ডিসিপ্লিনারি রেকর্ড-এ আইসিসি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। যা তাঁর সারা জীবনের রেকর্ডে একটা দাগ হয়ে রয়ে গেল।
২৪ মাস কোনও শাস্তি থেকে দূরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক শাস্তির মুখে পড়তে হল টিম সাউদিকে। তবে তাঁর এই আচরণ নিয়ে আইসিসি কোনও শুনানি করছে না। কারণ সাউদি কোনও প্রতিবাদ ছাড়াই তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা