প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আসনে প্রার্থী, প্রথম তালিকা প্রকাশ করে জানাল বিজেপি
ভোটের দিন ঘোষণার আগেই বিজেপি তাদের প্রথম দফার তালিকা প্রকাশ করে দিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
ভোটের দামামা বেজে গেল। বিজেপি তার প্রথম দফার তালিকা প্রকাশ করে দিল। প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যে তালিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আসন থেকে লড়বেন সে নামও রয়েছে। এছাড়াও রাজনাথ সিং, স্মৃতি ইরানি, হেমা মালিনী, রবি কিষণ, সাক্ষী মহারাজের মত হেভিওয়েট প্রার্থীর নামও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে বারাণসী আসন থেকে প্রার্থী হয়ে আসছেন। সেখানকার সাংসদ তিনি। দেশের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন ২০২৪ লোকসভা আসনে।
এছাড়া মন্ত্রী রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন লখনউ আসন থেকে। স্মৃতি ইরানি ২০১৯ সালে আমেঠি আসন থেকে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাহুল গান্ধীকে পরাজিত করে হইচই ফেলে দিয়েছিলেন। তিনি ২০২৪ লোকসভাতেও আমেঠি থেকেই বিজেপি প্রার্থী।
হেমা মালিনী মথুরা থেকেই বিজেপি সাংসদ। তিনি এবারও মথুরা থেকেই বিজেপি প্রার্থী। অভিনেতা রবি কিষণ গোরক্ষপুর থেকে বিজেপি প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়াই করবেন।
দিল্লিতে তালিকা প্রকাশে চমক দিয়েছে বিজেপি। দিল্লিতে তাদের বিভিন্ন আসনে যাঁরা সাংসদ ছিলেন তাঁদের কাউকে এবার টিকিট দেয়নি। কেবল ১ জনকে বাদ দিয়ে।
মনোজ তিওয়ারিকে টিকিট থেকে বঞ্চিত করেনি বিজেপি। বিজেপির প্রথমসারির নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরী স্বরাজকে এবার প্রার্থী করছে বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা