
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মাইনে ১৫ থোকে ২৩ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। নতুন যাঁরা চাকরিতে ঢুকবেন তাঁদের মাইনে হত ৭ হাজার টাকা। সেটা এখন থেকে বেড়ে হতে চলেছে ১৮ হাজার টাকা। অন্যদিকে কেন্দ্রীয় সচিব স্তরে ৯০ হাজার টাকা মাইনে বেড়ে হচ্ছে আড়াই লক্ষ টাকা। ১ জানুয়ারি থেকে নয়া বেতন কার্যকর হবে। বেতন বৃদ্ধির জেরে কেন্দ্রীয় কোষাগারের ওপর আরও এক লক্ষ কোটি টাকার বোঝা চাপল। গত সোমবারই প্রধানমন্ত্রী সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি ছিল মন্ত্রিসভার অনুমোদন। তবে সেটা যে নিয়মরক্ষা তা প্রধানমন্ত্রীর নির্দেশের পরই বুঝেছিলেন সকলে। এদিন মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর ৯৮.৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও ৫২ লক্ষ পেনশনভোগীর মুখে হাসি ফুটল।