
আধার কার্ড না থাকলে আগামী দিনে স্কলারশিপের আবেদন গ্রাহ্য হবে না। আধার কার্ড না থাকলে আবেদনই করতে পারবেন না মেধাবী ছাত্রছাত্রীরা। ইউজিসির তরফে ইন্টারনেটে এমনই জানান হয়েছে। এই বিজ্ঞপ্তি চোখে পড়ার পরই ছাত্রছাত্রীদের মাথায় হাত পড়েছে। অনেকেরই এখনও আধার কার্ড হয়নি। তাতে তাঁদের কিছু করার নেই। অনেক জায়গায় এখনও আধার কার্ড করাই হয়নি। ফলে আধার কার্ড তাঁদের নেই। তাবলে তাঁরা কেন স্কলারশিপের আবেদন করতে পারবেন না তা নিয়ে ছাত্রছাত্রীরা ধন্ধে পড়েছেন। এদিকে এমন কোনও নির্দেশ তাদের হাতে আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেছেন পার্থবাবু।