যতদিন না সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আধার আইন নিয়ে কোনও রায় দিচ্ছে ততদিন পর্যন্ত আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। মঙ্গলবার আধার সংযুক্তিকরণ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। ফলে এতদিন যে কেন্দ্র আগামী ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা পাসপোর্টে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল তার আর বৈধতা রইল না। এর সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বেড়ে গেল। তবে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়েছে যে যেসব ক্ষেত্রে সামাজিক কোনও সুবিধা বা ভর্তুকি পাওয়ার বিষয় রয়েছে, সেসব ক্ষেত্রে আধার লিঙ্ক কেন্দ্রের নির্দেশ মেনেই করতে হবে।
আধার নিয়ে একগুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেখানে দাবি করা হয় ১২ অঙ্কের আধার নম্বর সর্বত্র দিতে বাধ্য করা মানুষের ব্যক্তিগত অধিকারের ওপর হস্তক্ষেপ। যা নিয়ে শীর্ষ আদালতে এখনও মামলা চলছে।