মোবাইলের নতুন সিম পেতে আর আধার কার্ড বাধ্যতামূলক নয়। একথা আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে তারা চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সিমের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। তাই সেই নির্দেশ মেনে আধার কার্ড না থাকলেও ইচ্ছুক ব্যক্তিকে নতুন সিম কার্ড দিতে হবে মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থাগুলিকে। এমনই নির্দেশ দিয়েছে দেশের টেলিকম মন্ত্রক।
অভিযোগ উঠছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থাগুলি নতুন সিম নিতে আসা ব্যক্তির কাছ থেকে আধার কার্ড চাইছিল। তা না দিতে পারলে নতুন সিম ইস্যু করা হচ্ছিলনা। ফলে সমস্যায় পড়ছিলেন আধার হাতে না থাকা মানুষজন। টেলিকম মন্ত্রক সংস্থাগুলিকে জানিয়েছে, তারা যেন আধার ছাড়া ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য পরিচয়পত্র নিয়ে সিম ইস্যু করে।
প্রসঙ্গত দেশের অধিকাংশ মানুষের আধার কার্ড হয়ে যাওয়ায় তাঁদের এক্ষেত্রে সমস্যা কমই হচ্ছিল। সমস্যা হচ্ছিল অনাবাসী ভারতীয় ও বিদেশিদের। কারণ তাঁরা ভারতে এসে মোবাইল সংযোগ পাচ্ছিলেননা। যা তাঁদের রীতিমত সমস্যার সম্মুখীন করছিল। তবে টেলিকম মন্ত্রকের পদক্ষেপ এবার সেই সমস্যা মুছে দেবে বলেই আশাবাদী সকলে।