SciTech

অ্যান্ড্রয়েড ফোনে ইউআইডিএআই হেল্পলাইন নম্বর! আতঙ্কিত ব্যবহারকারীরা

দেশ জুড়ে একটা আতঙ্ক পেয়ে বসেছে। অনেকের ফোনেই ইউআইডিএআই হেল্পলাইন নম্বরটি কন্টাক্ট লিস্টে এসেছে। অথচ সেটি তিনি কন্টাক্টে সেভ করেননি। তা সত্ত্বেও সেই নম্বর তালিকায় দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। এর মাধ্যমে ফোনের যাবতীয় তথ্য তুরি করা হচ্ছে বলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করাও শুরু হয়। যা দেখে অনেকেই নিজের ফোন ঘেঁটে দেখেন। আধার নম্বর প্রস্তুতকারক সংস্থা ইউআইডিএআই হেল্পলাইন নম্বর সেভ থাকা অবস্থায় খুঁজেও পান অনেকে। ফলে আতঙ্ক আরও চেপে বসে।

গত ৩ অগাস্ট থেকে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে ইউআইডিএআই-এর তরফে জানিয়ে দেওয়া হয় তারা কোনও স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে তাদের ফোনে এই নম্বর যোগ করতে বাধ্য করেনি। কিন্তু তাতে জটিলতা কাটেনি। কারণ গুগলের তরফে জানানো হয় অ্যান্ড্রয়েড ফোনের জন্য তাদের সেটআপ উইজার্ডে ২০১৪ সালে ইউআইডিএআই নম্বর যোগ করা হয়েছিল। ফলে বিভিন্ন মহল থেকে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এটা কারও স্মার্টফোনে অনধিকার প্রবেশ বলে মানতে নারাজ গুগল। তাদের মতে, যদি কারও মনে হয় তিনি তাঁর ফোনে এটি রাখবেন না, তাহলে তিনি তা তাঁর ফোনের কন্টাক্ট লিস্ট থেকে ম্যানুয়ালি ডিলিট করে দিতেই পারেন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button