Business

ফের প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময় বাড়াল কেন্দ্র

সেপ্টেম্বরই ছিল শেষ সময়সীমা। এর মধ্যেই আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ করতে হবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র। আগে ৬ বার এই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। ফলে এবার অনেকেরই মনে হয়েছিল এটাই শেষ সুযোগ। কিন্তু এখনও অনেকের প্যান আধার যোগ বাকি। সেকথা মাথায় রেখেই আবার একবার সুযোগ দিল কেন্দ্র। প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।

এই নিয়ে ৭ বার আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। আয়কর-এর ক্ষেত্রে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ আবশ্যিক। সেকথা আগেই জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল আয়কর রিটার্নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বায়োমেট্রিক তথ্য থাকতে হবে। এরপর প্যান ও আধার সংযুক্তিকরণের জন্য বারবার সময় দিয়েছে কেন্দ্র। আরও একবার বাড়াল সময়সীমা।


আরও ৩ মাস বাড়ল আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা। অনলাইনে এই সংযুক্তিকরণ যে খুব কঠিন তাও নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এখন আগামী ৩ মাসে ফের সেই সুযোগ বাড়ল। আধার যুক্ত করা না থাকলে আয়কর রিটার্নের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button