
ব্যাঙ্ক, রান্নার গ্যাসের পর এবার রেশন কার্ডের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করল কেন্দ্র। ৩০ জুন পর্যন্ত গ্রাহকদের সময় দেওয়া হয়েছে। রেশন থেকে ভর্তুকির সুবিধাযুক্ত শস্য পেতে তাঁদের আধার কার্ড নম্বর রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে বলে এদিন একটি নির্দেশিকায় পরিস্কার করে দিয়েছে কেন্দ্র। যাঁদের আধার কার্ড হয়নি, তাঁদেরও এই সুযোগ ভোগ করতে গেলে ৩০ জুনের মধ্যে আধার কার্ড করে নিতে হবে। সূত্রের খবর, কেন্দ্র চাইছে রান্নার গ্যাসের ক্ষেত্রের প্রথমে সঠিক দাম দিয়ে গ্যাস কেনার পর যেমন ভর্তুকির টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায় তেমনই করা হবে রেশনের ক্ষেত্রেও। সেক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক বলে জানানো হয়েছে। গত নভেম্বরে পাস হওয়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রায় ৮০ কোটি মানুষ ১ থেকে ৩ টাকা কেজি দরে প্রতি মাসে ৫ কেজি শস্য ঘরে তুলতে পারবেন বলে নিশ্চিত করে মোদী সরকার। এখন সেই সুযোগ দিতে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।