দেশের সব মানুষের কাছে আধার কার্ড পৌঁছনো পর্যন্ত অন্য পরিচয়পত্র দেখিয়েও মিলবে কেন্দ্রীয় সরকারি সুযোগ-সুবিধা। কার্যত চাপের মুখে এদিন নতি স্বীকার করে একথা জানিয়ে দিল কেন্দ্র। মিড ডে মিল পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক বলে ফতোয়া জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার রাস্তায় নেমে মিছিলও করে মহিলা তৃণমূল কংগ্রেস। দেশের অন্য বিরোধী দলগুলিও আধার বাধ্যতামূলক করা নিয়ে প্রতিবাদে মুখর হয়। বিশেষত মিড ডে মিলে শিশুদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল হয়। কারণ তাদের অনেকেরই এখনও আধার কার্ড নেই। এই অবস্থায় তাই কোনও ঝুঁকি না নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এল কেন্দ্র। জানিয়ে দিল দেশের সব মানুষের আধার কার্ড না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়।