লোকসভায় পাশ হয়ে গেল আধার বিল। এই বিল আইনে রূপান্তরিত হলে আর্থিক বা অন্য কোনও সরকারি ভর্তুকি সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছনো অনেক সহজ হয়ে যাবে। যাঁর ওই সুবিধা পাওয়া উচিত সেই ব্যক্তির কাছেই ভর্তুকি পৌঁছানোকে অনেকটাই নিশ্চিত করবে এই ১২ অঙ্কের বায়োমেট্রিক অটোজেনারেটেড ইউনিক আইডেন্টিটি নম্বর।
আধার বিল নিয়ে এদিন লোকসভা আলোচনার পর ধ্বনি ভোটে বিলটি গৃহীত হয়। এদিকে এই কার্ডের জন্য সংগৃহীত বিস্তারিত তথ্যের কোনওভাবেই অপব্যবহার হবে না বলে এদিন সংসদে আশ্বাস দিয়েছন অর্থমন্ত্রী অরুণ জেটলি।