
মহারাষ্ট্রের দুটি খরা কবলিত গ্রাম দত্তক নিলেন চিত্রতারকা আমির খান। সম্প্রতি মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পরিদর্শনে যান তিনি। তখনই তাঁর মনে হয়েছিল খরায় সবচেয়ে খারাপ অবস্থা তাল ও কোরেগাঁও গ্রামদুটির। তখন কিছু না বললেও এবার গ্রাম দুটির উন্নয়নের সব ভার নিলেন আমির। এর আগেই অবশ্য খরা কবলিত এলাকার সাহায্যে এগিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও নানা পাটেকর। এবার সেই তালিকায় ঢুকে পড়ল আমির খানের নামও। প্রসঙ্গত ২০০১ সালে গুজরাটে ভূমিকম্পের পর কচ্ছের কয়েকটি গ্রাম দত্তক নিয়েছিলেন আমির। কথামত সেগুলির উন্নতিও করেন তিনি।