সিনেমা নয়, বাস্তব জীবনেই হিমালয়ের কোলে ধ্যানমগ্ন হলেন আমির খান
সিনেমার প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনেতাদের। কিন্তু আমির খান কোনও সিনেমার জন্য নয়, কোনও শ্যুটিং করতে নয়, বাস্তব জীবনেই ধ্যানমগ্ন হলেন।
দিনের পর দিন ধ্যানমগ্ন থাকাটা সাধারণ মানুষের কম্ম নয়। বিশেষত যাঁরা জীবন কাটান ব্যস্ততার মধ্যে। দিনের কিছুটা সময় প্রতিদিন ধ্যানের কথা ভারতীয় যোগ বিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সারাদিনটা নয়।
বলিউড সুপারস্টার আমির খান কিন্তু সেটাই করলেন। দিনের পর দিন ধ্যানে মগ্ন হলেন। তাও আবার এমন এক স্থানে যা হিমালয়ের কোলে অবস্থিত।
এখানে বড় একটা মানুষের যাতায়াত নেই। কোনও হট্টগোল, দৈনন্দিন জীবনের ব্যস্ততা নেই, শুধু প্রকৃতি আর একান্ত নিস্তব্ধতা। সেখানে ধ্যানে মগ্ন হলেন আমির খান।
এখানে মনে হতেই পারে কোনও সিনেমার প্রয়োজনে হয়তো আমির খান এমনভাবে ধ্যানমগ্ন হয়েছেন। কিন্তু সেটাও নয়। কোনও সিনেমার প্রয়োজন নয়, কোনও শ্যুটিং নয়, সেসব থেকে অনেক দূরে নিজের একান্ত ব্যক্তিগত জীবনে আমির খান ধ্যানে মগ্ন হলেন।
আমির খান নেপালের কাঠমান্ডুতে গিয়েছিলেন। কাঠমান্ডু থেকে কিছুটা দূরেই বুদ্ধনীলকণ্ঠ। এই বুদ্ধনীলকণ্ঠতেই রয়েছে বিপশ্যনা সেন্টার। এই সেন্টার তৈরিই হয়েছে যাঁরা টানা ধ্যানে মগ্ন থাকতে চান তাঁদের উপযুক্ত একটি জায়গা দেওয়ার জন্য। সেখানে ধ্যান করার নিয়মও শেখানো হয়।
এখানে একটি ১০ দিনের কোর্স রয়েছে ধ্যানের ওপর। যাঁরা ধ্যানে মগ্ন হয়ে কয়েকটা দিন কাটাতে ইচ্ছুক তাঁদের হিমালয়ের কোলে উপযুক্ত নিভৃত প্রশান্ত স্থানের ব্যবস্থা করে দেয় এই সংস্থা। আমির খান অবশ্য ১০ দিন নয় ১১ দিন কাটালেন ওই ধ্যান স্থলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা