Entertainment

ইতিহাস তৈরি করে অস্কারের আঙিনায় হ্যাট্রিক করলেন আমির খান

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, সলমন খান থেকে রণবীর কাপুর এবং এমন অনেক তাবড় অভিনেতাদের পিছনে ফেলে কার্যত ৩ রূপে অস্কারে পৌঁছে গেলেন আমির খান।

তিনি এমন ভারতীয় সিনেমা ব্যক্তিত্ব যিনি অস্কারে পৌঁছনোটাকে জলভাত করে ফেলেছেন। সে যে রূপেই হোক না কেন! চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান অস্কারের আঙিনায় পৌঁছনোটাই কঠিন কাজ। সেখানেই হ্যাট্রিক করে ফেললেন আমির খান।

অস্কারের আঙিনাটা আমির যেন জলভাত করে ফেলেছেন। আমির খানের প্রযোজনা সংস্থার তৈরি সিনেমা ‘লাপাতা লেডিজ’ এবার ভারত থেকে অস্কারের মঞ্চে পৌঁছেছে সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে।


‘অ্যানিম্যাল’, ‘ময়দান’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘শ্যাম বাহাদুর’, ‘আর্টিকেল ৩৭০’ সহ অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমা মিলিয়ে মোট ২৯টি সিনেমা এবার দৌড়ে ছিল অস্কারের আঙিনায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য।

যেখানে ভারতীয় সিনেমা জগতের তাবড় তারকারা অভিনয় করেছেন। সেই তালিকায় নেহাতই অনামী অভিনেতাদের নিয়ে তৈরি লাপাতা লেডিজ।


আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এই সিনেমার পরিচালক। সেই সিনেমাটি অন্য সব সিনেমাকে পিছনে ফেলে পৌঁছে গেল সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে ভারতের প্রতিনিধিত্ব করতে।

এর আগে ‘লগান’ দিয়ে শুরুটা করেন আমির খান। সেখানে তিনিই হিরো। মুখ্য চরিত্রে অভিনয় তো করেনই, সেই সঙ্গে আমির খানের প্রযোজনা সংস্থা ছিল লগানের নেপথ্যে।

সেই লগান সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে ভারতের প্রতিনিধিত্বই শুধু করেনি, শেষ স্তরে পৌঁছেও গিয়েছিল। কিন্তু শেষ ধাপে লগান পরাস্ত হয়।

আমির খান কেবল অভিনেতা হিসাবে নন, বরং পরিচালক হিসাবে প্রথম সিনেমা করেন ‘তারে জমিন পর’। তারে জমিন পর ফের পৌঁছে যায় সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে অস্কারের মঞ্চে। যদিও সাফল্য পায়নি।

এবার আমির খানের প্রযোজনা সংস্থার তৈরি লাপাতা লেডিজ নির্বাচিত হয়েছে অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য। ফের সেই আমির খানের নাম জুড়েই গেল অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করা সিনেমার সঙ্গে।

লাপাতা লেডিজ দিয়ে অস্কারের আঙিনায় হ্যাট্রিক করে ফেললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসাবে পরিচিত আমির খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button