তাঁর নতুন প্রেমিকার পরিচয় জানালেন আমির খান, বিয়ে করা নিয়েও মুখ খুললেন
ফের প্রেমে পড়েছেন আমির খান। তাঁর প্রেমিকার নামও আর গোপন রাখলেন না। ৬০ বছর বয়সে পৌঁছে কি তবে ফের বিয়ে করবেন, উত্তর দিলেন আমির খান।

ভুবন কো উসকি গৌরি মিল হি গ্যায়ি, তাঁর সিনেমা লগান-এর কাহিনি টেনে জানালেন আমির খান। জানালেন তিনি ফের প্রেমে পড়েছেন। সাংবাদিকদের এটাও জানালেন যে ১৮ মাস ধরে তিনি প্রেম করছেন। কিন্তু কাউকে কিচ্ছুটি জানতে দেননি। সাংবাদিকরাও কিছু জানতে পারেননি।
এবার অবশ্য ৬০ বছরের জন্মদিনকে সামনে রেখে আমির সবচেয়ে বড় চমকটা দিলেন। জানালেন তাঁর নতুন প্রেমিকার নাম। আপাতত বলিউডের সুপারস্টার গৌরি নামে এক মহিলার প্রেমে মশগুল। গৌরি-র একটি ৬ বছরের ছেলে রয়েছে।
আগে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি এখন চলে এসেছেন মুম্বইতে। আমির জানালেন, গৌরির সঙ্গে তাঁর প্রথম দেখা হয় ২৫ বছর আগে। তারপর একটা সময় তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিলনা। ফের তাঁদের মধ্যে এতদিন পর যোগাযোগ তৈরি হয়।
আর তারপরই আমির গৌরির প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। আমির এটাও জানান যে গৌরি কাছে থাকলে তাঁর মনে হয় তিনি তাঁর পরিবারের সঙ্গে আছেন। এমনকি আমিরের দাবি, তাঁর ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা, ২ জনই গৌরিকে পছন্দ করেন।
তবে কি ফের বিয়ে করতে চলেছেন আমির খান? আমির জানান, বিয়ের কথা বলতে পারবেননা, তবে তাঁরা একে অপরের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।
প্রসঙ্গত আমির খান প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তারপর বিয়ে করেন কিরণ রাও-কে। তৃতীয় বিয়ে করেননি বটে, তবে সেটা কি এখন সময়ের অপেক্ষা? সে উত্তর সময়ই দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা