
যারা মানুষকে হত্যা করে, সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জাত হয় না। তাদের কোনও ধর্ম হয়না। কারণ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ বিশ্বের সব ধর্ম ভালবাসার কথা বলে। শান্তির কথা বলে। মানুষে মানুষে সম্প্রীতির কথা বলে। কেউ যদি বলেও যে সে ধর্মের জন্য সন্ত্রাস ছড়াচ্ছে তাহলে সে মিথ্যা বলছে। কারণ তা হতে পারেনা। এমনই জানালেন ইদের সকালে ছুটির মেজাজে থাকা বলিউড তারকা আমির খান। বাংলাদেশে জঙ্গি হামলা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।