মঙ্গলবার রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর পার হওয়ার অপেক্ষায় ছিলেন সকলে। মিনিটের কাঁটা ১২টার ঘর ছুঁতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। ১৪ মার্চ বলে কথা। এদিন যে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জন্মদিন। ৫৩টি বসন্ত যিনি সগৌরবে পেরিয়ে এসেছেন। সেই কবে ১৯৮৮ সালে সুপারহিট ‘কায়ামত সে কায়ামত তক’ ছবি দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তারপর কেরিয়ারে দেখেছেন কত উত্থান-পতন। তবু হাল ছাড়েননি। দাঁতে দাঁত দিয়ে লড়ে গেছেন একমাত্র সম্বল নিখুঁত অভিনয় ক্ষমতার জোরেই। ব্যক্তিত্ব, নিষ্ঠাগুণে ‘খান’-দের মধ্যে বলিউডে স্বতন্ত্র জায়গাও বানিয়েছেন ‘লগান’-এর ভুবন। পেয়েছেন ভক্তদের অজস্র ভালোবাসা। যে ভালোবাসা না পেলে হয়তো আজ তিনি ‘সুপারস্টার’ হতে পারতেন না। সেই কৃতজ্ঞতা থেকে ভক্তদের পাল্টা উপহার দিলেন আমির।
৫৩ তম জন্মদিনে অনুরাগীদের বহুদিনের ইচ্ছাপূরণ করলেন তাঁদের প্রিয় অভিনেতা। বুধবার সকাল থেকেই সোশ্যাল মাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভেসে যান আমির খান। মুম্বই বিমানবন্দরে ‘বার্থডে বয়’-কে ফুলের তোড়া আর ঠোঁটে উষ্ণ চুম্বন দিয়ে শুভেচ্ছা জানান স্ত্রী কিরণ। বিমানবন্দর চত্বরেই কাটা হয় কেক। স্ত্রী ও ছেলে আজাদের সঙ্গে বিশেষ মুহুর্ত কাটাতে গিয়ে ভক্তদের ‘রিটার্ন গিফট’ দিতে ভোলেননি আমির। জন্মদিনের দিনই ইন্সটাগ্রামে অভিষেক ঘটল তাঁর। এতদিন ধরে জনপ্রিয় সোশ্যাল মাধ্যমটিতে আমির খানের নামে বহু অ্যাকাউন্ট অবশ্য ছিল। তবে তার সবগুলোই ছিল ‘ফেক প্রোফাইল’। উপহার পেয়ে খুশির বন্যা বয়ে যায় ভক্তদের মধ্যে। এদিন সকালে আমির খান নামের প্রোফাইলে জ্বলে ওঠে নীল রঙের টিক চিহ্নের আলো। তারমানে এতদিনে ইন্সটাগ্রামে সশরীরে হাজির হলেন বলিউড সুপারস্টার। সেই খবর চাউর হতেই দেশ-বিদেশের ভক্তরা হামলে পড়েন আমির খানের অ্যাকাউন্টে। দেখতে দেখতে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যায় ২ লক্ষের কোটা। ইন্সটাগ্রামে প্রথম আত্মপ্রকাশের শুভ দিনে মা জিনাত হুসেনের একটি ছবি পোস্ট করেন আমির। রেট্রো লুকের সেই ছবির ক্যাপশনে লেখেন, আজ আমি যা তা এই মানুষটার জন্যই। প্রিয় অভিনেতার এমন অভিনব সারপ্রাইজে যারপরনাই খুশির হাওয়া বইছে নেটিজেন মহলে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)