কম খরচের বিমান পরিষেবার জন্য ইন্ডিগো-র সুনাম আছে। সাধারণ মানুষের বিমান যাত্রার জন্য ইন্ডিগো কিছুটা সস্তাতেই টিকিট দেয়। সেই ইন্ডিগোর আবার ইকোনমি ক্লাস। যাত্রীতে ভর্তি ছিল সেই অংশ। একেবারে কম খরচে বিমানযাত্রার জন্যই ইকোনমি ক্লাসে মানুষ যাতায়াত করেন।
সেখানে একটি জানালার ধারে হাল্কা নীল টুপি পড়ে নাকে চশমা এঁটে যিনি বসেছিলেন তাঁকে দেখে সহযাত্রীরা কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি! ঠিক দেখছেন তো? তাঁরা যাঁকে ভাবছেন ইনি কী সেই ব্যক্তিই? ভুল ভাবেননি সহযাত্রীরা। তিনি বলিউড সুপারস্টার আমির খানই।
ইন্ডিগোর ইকোনমি ক্লাসে যাত্রা করছেন বলিউড সুপারস্টার? এও কী বিশ্বাস করা যায়? কিন্তু বিশ্বাস তো করতেই হচ্ছে! কারণ তিনি তো সশরীরে সকলের সঙ্গে বসে আছেন বিমানে। ফলে সহযাত্রীদের উৎসাহ চরমে ওঠে। অনেকেই ছবি তুলতে থাকেন। আমির খানও বিষয়টা বেশ তারিয়েই উপভোগ করেন। অনেকে আমির খানের এই সাধারণ যাত্রার প্রশংসাও করেন।
তিনি বলিউড সুপারস্টার। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘ঠগস অফ হিন্দুস্তান’ রিলিজ হয়েছে অনেক দিন হল। তারপর আর তাঁকে কোনও সিনেমায় এখনও দেখা যায়নি। তা তিনি কেন ইকোনমি ক্লাসে? অনেকে তাঁর এই সাধারণ জীবনযাত্রার প্রশংসা করলেও অনেকে আবার অন্যভাবে নিচ্ছেন বিষয়টিকে।
তাঁদের প্রশ্ন তবে কী আমির খানের এখন টাকার টানাটানি যাচ্ছে? তাই খরচ করে বিজনেস ক্লাসে না গিয়ে যতটা কম খরচে সম্ভব টিকিট কেটে বিমানযাত্রা করছেন? অবশ্য আমির খানের অর্থাভাব হতে পারে একথা হেসে ওড়াচ্ছেন টিনসেল টাউনের মানুষজন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)