বরফের চাদরে তুফান তুলে ‘ব্রোঞ্জ’ জয় করলেন ভারতের পাহাড়ি ঝর্ণা আঞ্চাল ঠাকুর। প্রথম ভারতীয় হিসেবে ‘স্কিইং’ প্রতিযোগিতার আন্তর্জাতিক দরবারে দেশের মুখ উজ্জ্বল করলেন আঞ্চাল। ‘স্কিইং’ ভারতের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে পর্যটকদের কাছে রোমাঞ্চকর একটা খেলা মাত্র। কিন্তু মানালির মেয়ে আঞ্চাল ‘স্কিইং’-কেই করেছিলেন তাঁর জীবনের লক্ষ্য। সেই লক্ষ্যই তিনি ভেদ করলেন বুধবার। তুরস্কে আন্তর্জাতিক স্কি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘অ্যালপাইন এজার ৩২০০ কাপ’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেন আঞ্চাল। আঞ্চালের বাবা রোশন ঠাকুর ভারতের উইন্টার গেমস ফেডারেশনের মহাসচিব।
‘স্কিইং’ ভারতের মত দেশে যথেষ্ট খরচসাপেক্ষ একটি খেলা। তাছাড়া ভারতে শীতকাল ছাড়া পাহাড়ে তেমন বরফ থাকেও না। তাই সাধ্যের বাইরে গিয়েও মেয়ে আঞ্চাল ও তাঁর ভাইকে বিদেশে ‘স্কিইং’ প্রশিক্ষণের খরচ জুগিয়ে যাচ্ছিলেন রোশন ঠাকুর। তাঁর সেই প্রচেষ্টা সার্থকতা পেল বিদেশের মাটিতে আঞ্চালের পদক জয়ে। নিজের সাফল্যের জন্য গর্বিত বাবাকে কৃতিত্ব দিতে ভোলেননি মেয়েও। আঞ্চালের অভূতপূর্ব সাফল্যের জন্য তাঁকে ট্যুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আঞ্চালের পরবর্তী লক্ষ্য দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতায় পদকজয়।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)